চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে ট্রাক, নিহত ২
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টা বোঝায় ট্রাক উলটে চালক ও তার সহকারী নিহত হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা জুড়ানপুর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে ট্রাক চালক আলামিন (৩৭) ও একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে চালকের সহকারী আশিক (২৮)।
স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ থেকে ভুট্টাবোঝাই করে নারায়ণগঞ্জ জেলায় যাচ্ছিল ট্রাকটি (ঢাকা মেট্রো- ট ১৪-২১২৯)। আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের নিকট পৌছালে সামনে থেকে আসা বালুবোঝাই একটি ড্রাম ট্রাককে সাইড দেয়ার সময় গতি নিয়ন্ত্রণ হারাই। এতে রাস্তার পাশে গাছ ভেঙ্গে খালের পানিতে পড়ে যায় ভুট্টাবোঝাই ট্রাকটি। ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ, ফায়ার ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, বালিবোঝাই ড্রাম ট্রাককে সাইড দেয়ার সময় ভুট্টাবোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানালের পানির মধ্যে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এসএ/