এলপিজি বহনকারী জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪


এলপিজি বহনকারী জাহাজের ধাক্কায় কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত
ছবি: প্রতিনিধি

মোংলা বন্দরের পশুর নদীর করমজল এলাকায় এলপিজি পরিবহনকারী কার্গো জাহাজের ধাক্কায় কয়লা বহনকারী অপর একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এলপিজি পরিবহনকারী ওই জাহাজের ধাক্কায় কাকড়া ধরার ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জেলের সন্ধানে দুর্ঘটনাকবলিত স্থানে অভিযান চালাচ্ছেন কোস্ট গার্ডের ডুবরি দল। 


মোংলা কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাতে মোংলা বন্দরের পশুর চ্যানেলের করমজল এলাকায় কয়লা বহনকারী কার্গো জাহাজ 'এম,ভি মিজান' কে ধাক্কা দেয় এলপিজি গ্যাস বহনকারী অপর কার্গো জাহাজ 'এম,ভি এরা স্টার'। এতে এম,ভি মিজান জাহাজের সম্মুখ ভাগ ক্ষতিগ্রস্ত হয়। 


আরও পড়ুন: প্রান্তিক জনগোষ্ঠিকে দক্ষশক্তিতে পরিণত করতে কাজ করছে বাউবি


এছাড়া এম,ভি এরা স্টার জাহাজের ধাক্কায় পাশের একটি কাঁকড়া ধরার ট্রলার ডুবে যায়। ওই সময় ওই ট্রলারে থাকা জেলে লোকমান হাওলাদার (১৮) নদীতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজ জেলে খুলনা জেলার দাকোপ উপজেলার রুয়োকাটা গ্রামের বাসিন্দা। নিখোঁজ জেলেকে উদ্ধারে রাত থেকেই ওই এলাকায় অভিযান শুরু করেছেন কোস্ট গার্ডের ডুবরিদলসহ দুইটি টহল টিম। 


এছাড়া দুর্ঘটনার শিকার কার্গো জাহাজ এম,ভি মিজান'কে বন্দর কর্তৃপক্ষের উদ্ধারকারী জলযানের মাধ্যমে নিরাপদে সরিয়ে নিয়েছে কোস্ট গার্ড। 


আরএক্স/