বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন। দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (২ নভেম্বর) রাজধানীর মহাখালীতে বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমদের স্মরণসভায় এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: জাতীয় পার্টি গণহত্যার আসামি: ববি হাজ্জাজ
মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশকে ঘিরে নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দেশের জনগণকে সজাগ থাকতে হবে।”
আরও পড়ুন: জামায়াতের আমির হিসেবে আবারও শপথ নিলেন বুলবুল
এ সময় তিনি বলেন, “প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদ দেশ, জনগণ ও গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন।” এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি অনেক খুশি হতেন বলেও মন্তব্য করেন।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শুভেচ্ছা বিনিময় করতে চরমোনাই দরবারে এসেছি: নাহিদ ইসলাম

ঢাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল: ‘গুপ্ত সংগঠনের’ বিরুদ্ধে প্রতিবাদ

চক্রান্ত চলছে, টার্গেট তারেক রহমান: রিজভী

সোহাগ হত্যাকাণ্ড রাজনৈতিক ষড়যন্ত্র কি না, ভাবার যথেষ্ট কারণ আছে: মির্জা ফখরুল
