টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, সিলেটে পুলিশ পরিদর্শক প্রত্যাহার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


টিপ নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, সিলেটে পুলিশ পরিদর্শক প্রত্যাহার

কপালে টিপ পরায় এক কলেজ শিক্ষককে হয়রানির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান প্রতিবাদী কর্মসূচিকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিলেটে এক পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার  লুৎফুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে লিয়াকত আলী টিপকাণ্ড নিয়ে নিজের ব্যক্তিগত আইডি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। ফেসবুক পোস্টে তিনি নারীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং টিপ ইস্যুতে প্রতিবাদকারী পুরুষদের নিয়ে নেতিবাচক কথা বলেন।

পরিদর্শক লিয়াকত ফেসবুকে লিখেছেন : টিপ নিয়ে নারীকে হয়রানি। ফালতু ভাবনা : (18+) টিপ নিয়ে নারীকে হয়রানি করার প্রতিবাদে অনেক পুরুষ নিজেরাই কপালে টিপ লাগাইয়া প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু আমি ভবিষ্যৎ ভাবনায় শঙ্কিত। বিভিন্ন শহরে অনেক নারীরা যেসব খোলামেলা পোশাক পরে চলাফেরা করেন তার মধ্যে অনেকেরই ব্রায়ের ওপর দিকে প্রায় অর্ধেক আনকভার থাকে। পাতলা কাপড়ের কারণে বাকি অর্ধেকও দৃশ্যমান থাকে। এখন যদি কোনো পুরুষ এইভাবে ব্রা পরার কারণে কোনো নারীকে হয়রানি করে তবে কি তখনও আজকে কপালে টিপ লাগানো প্রতিবাদকারী পুরুষগণ একইভাবে ব্রা পড়ে প্রতিবাদ করবেন?’

এ স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে পুলিশ পরিদর্শক লিয়াকত আলী বলেন, আমি মন্তব্য করেছি ভালো দিক নিয়ে। কিন্তু বিষয়টি নিয়ে ঘোলা জলে মাছ শিকার করা হচ্ছে। প্রতিবাদের ভাষা আরও ভিন্নভাবে হতে পারত। এর প্রতিবাদ জানাতে পুরুষদের টিপ পরার প্রয়োজন ছিল না।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার  লুৎফুর রহমান বলেন, এসপি ফরিদ উদ্দিন সোমবার (৪ এপ্রিল) সারাদিন অন্য একটি ঘটনার তদন্তে জৈন্তাপুর ছিলেন। রাতে তিনি স্ট্যাটাসের বিষয়টি জেনে লিয়াকতকে ক্লোজ করার নির্দেশ দেন। সেই সঙ্গে তদন্তের জন্য কমিটি গঠন করেন। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ওআ/