রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
মঙ্গলবার (৫ এপ্রিল) ভোর ৬টার দিকে রংপুরে এই কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা।
এদিকে ধর্মঘট চললেও রাস্তায় এনা ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, আজ দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতাদের মধ্যস্ততায় মালিক পক্ষের সঙ্গে তাদের আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ কর্মসূচীর বিষয়টি অস্বীকার করেছেন।
ওআ/