Logo

গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, হাসপাতালে ফিরলেন আহতরা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৪, ২২:২৯
34Shares
গভীর রাতে গেলেন চার উপদেষ্টা, হাসপাতালে ফিরলেন আহতরা
ছবি: সংগৃহীত

গভীর রাতে চার উপদেষ্টা যাওয়ার পর অবশেষে সড়ক

বিজ্ঞাপন

সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা। গভীর রাতে চার উপদেষ্টা যাওয়ার পর অবশেষে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরেছেন।  

বিজ্ঞাপন

এই বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে গতকাল বুধবার (১৩ নভেম্বর) সড়কে অবস্থান নেয় স্লোগান দিচ্ছিলেন। পরে হাসপাতালে ফিরে যেতে চারজন উপদেষ্টাকে সেখানে উপস্থিত হওয়ার শর্ত দেন তারা।

বিজ্ঞাপন

পরে রাত আড়াইটার দিকে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় সহকারী (স্বাস্থ্য) হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. সায়েদুর রহমান।  

বিজ্ঞাপন

সেখানে আলোচনা শেষে আহতরা হাসপাতালে ফিরতে রাজি হন। তখন উপদেষ্টারা তাদের নিয়ে হাসপাতালে ঢোকেন। 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD