নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৪


নড়াইলে হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনতাই
ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল শেখ। ফাইল ছবি

নড়াইলে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছে তার লোকজন।


শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। এ নিউজ লেখা পর্যন্ত পুলিশ এখনো বিল্লালসহ এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি।


আরও পড়ুন: রাজাপুরে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপণ


পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদন্ডাদেশ আদেশ দেন আদালত। এ ছাড়া সে চারটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। অভিযোগ রয়েছে এ সময় স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্নীয় রাজীব মোল্যাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়। 


আরও পড়ুন: ইন্দুরকানীতে গ্রাম পুলিশের হাতে স্কুল ছাত্রী ধর্ষিত


এ সব বিষয়ে নিউটন শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে। তিনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। 


এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন,এখনো পর্যন্ত পলাতক আসামি বা এ ঘটনার সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।


আরএক্স/