ভারতীয় আগ্রাসন প্রতিরোধে সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করুন: গণঅধিকার পরিষদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৪
ভারতীয় আগ্রাসন বিরোধী গণমিছিল বিকাল ৩.৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিজয়নগর পানির টাংকির সামনে শেষ করেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল পূর্ব সমাবেশে ফয়সাল আহাম্মেদ রূপকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান (আহ্বায়ক গণঅধিকার পরিষদ) বলেন, ২০২৪ সালে ৭ জানুয়ারি অবৈধ নির্বাচনের পর গণঅধিকার পরিষদ প্রথম ভারতের আগ্রাসন এর বিরুদ্ধে সুনামগঞ্জের ছাতক থেকে ২১জানুয়ারি ঘোষণা দেয়।
আরও পড়ুন: সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত আপস করেনি, করবেও না: জামায়াত আমির
আমরা উপলব্ধি করেছিলাম বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও জনগণের বড় শত্রু শেখ হাসিনা তার বিদায় ঘটাতে হলে ভারতকে দুর্বল করতে হবে। আজ সকল দেশ প্রেমিক ব্যক্তি ও দল উপলব্ধি করতে পেরেছে ভারত বাংলাদেশের বন্ধুর মুখোশের আড়ালে শত্রুতা করছে।
বিশেষ অতিথির বক্তব্যে সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারত কাশ্মীরের মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে আমরা দেখতে পেরেছি। বিহার ও আসামে সংখ্যালঘু মুসলিমদের উপর বর্বর নির্যাতন ভারত চালিয়ে যাচ্ছে। কিন্তু আমার দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রীতির দেশকে সাম্প্রদায়িক আখ্যা দেয় কোন শরমে। অন্তর্র্বতী সরকারের প্রধান ডঃ মুহাম্মদ ইউনুস আপনার ডানে-বামে আওয়ামী লীগের দালাল ভারত এবং রয়ের এজেন্ট বসে আছে তাদেরকে সরাতে হবে। তাদেরকে বড় চেয়ারে বসিয়ে রেখে জাতীয় ঐক্য বাধা গ্রস্থ হবে। এখনো সচিবালয় থেকে ইউনিয়ন পর্যন্ত আওয়ামী লীগের দালাল বসে আছে। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন: ভারতকে বাংলাদেশের কাছে স্পষ্ট ভাষায় ক্ষমা চাইতে হবে: ইউনুছ আহমাদ
তারেক রহমান (যুগ্ম সদস্য সচিব গণঅধিকার পরিষদ) বলেন, হাইকোর্টের ভেতরের ক্যান্টিনে গরুর মাংস রান্না হয় না কেন। হাইকোর্টের ভেতরে হিন্দুত্ববাদ লুকিয়ে আছে। আমি আহ্বান জানাই যারা প্রথম আলোর সামনে গরু জবাই করেছিলেন তারা হাইকোর্টের সামনে আরেকটি গরু জবাই করে গণ খাবারের আয়োজন করুন।
উক্ত গণমিছিল পূর্ববড়তী সংক্ষিপ্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ চৌধুরী, কোন অধিকার পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার এস ফাহিম, ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক, আরিফ বিল্লাহ, আবুল কালাম রুহানী, যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব হোসাইন, বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সদস্য সচিব মুনতাসির মাহমুদ,যুগ্ন আহবায়ক আরিফ দাঁড়িয়া, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রূপক, ঢাকা মহানগর উত্তরের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ, ইমরান আল নাজির প্রমুখ।
এমএল/