সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৭:৫৩ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যে সামনে রেখে সারাদেশে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলণ, মানববন্ধন ও র্যালি, তথ্যচিত্র প্রদর্শনী, দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় আলোচনা’ মাধ্যমে দিবসটি পালিত হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ পড়ুন:
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর যৌথ আয়োজনে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ সার্কিট হাউজে সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীত পরিবশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ বদিউজ্জামান। দুদক পতাকা উত্তোলণ করেন দুপ্রক সভাপতি মো. শাহজাহান গাজী ও সম্পাদক মোহাম্মদ আল নূর ইসলাম সায়েম। পতাকা উত্তোলণ শেষে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক। উদ্বোধন শেষে সার্কিট হাউস প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী জেলা শিল্পকলা একাডেমিতে শেষ হয় এবং দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালী শেষে দিবসটির প্রতিপাদ্য শীর্ষক আলোচনা সভায় আর্থিকসহ সকল প্রকার দুর্নীতি প্রতিরোধে পারিবার হতে উন্নত চর্চা শুরুর আহ্বান জানান সভার প্রধান অতিথি ও সমাপণী বক্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ।
ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও ক্ষুর্নীতি বিরোধী পতাকা উত্তোলণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
দুমকি (পটুয়াখালী): পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল কুদ্দুস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সাহিদা বেগম, পল্লী সেবা সংঘের নির্বাহিপরিচালক হোসাইন আহম্মেদ কবির হাওলাদার প্রমূখ।
রাজাপুর (ঝালকাঠি): ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা চত্বরের মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর পার্থ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন প্রমূখ।
কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় সঙ্গীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলণ, মানববন্ধন এবং ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মোসাহীদ আলির সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হান্নান চিনু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: রমা পদ দে, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার, সাংবাদিক মাহিদুল ইসলাম প্রমুখ
মোল্লাহাট (বাগেরহাট) : বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলণ, বেলুন উড্ডয়নের মধ্যে দিয়ে দিবসটির শুভ সূচনা, মানববন্ধন ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্যদেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি'র সদস্যচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির মো. হাসমত আলী শিকদার।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার): শ্রীমঙ্গলেও উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান। ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহিকর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় র্যালি শেষে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহিঅফিসার শেখ জাবের আহমেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতের আমীর আজহারুল ইসলাম মিস্টার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটর সভাপতি আবুল কালাম, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির প্রমুখ।
তিতাস (কুমিল্লা): কুমিল্লার তিতাসে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সুমাইয়া মমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.রব মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো.আনোয়ার হোসেন, ফেরদৌসী বেগম, সদস্য আ.রশিদ, খালেক ভূইয়া, আবুল কাসেম ও মোশাররফ হোসেন প্রমুখ।
নবীনগর, (ব্রাহ্মণবাড়িয়া): নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যেগে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহিঅফিসার রাজীব চৌধুরী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। কোরআন তেলোয়াত করেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি ও নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন। প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও উপজেলা পরিষদ কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মলয়ালার প্রকাশক মোঃ হোসেন শান্তি।
চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে কমিটির সহ-সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম লিটু, সিডিডিএফ পরিচালক লুৎফর রহমান প্রমূখ।
পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০ টায় পাথরঘাটা প্রেস ক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা সহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন। পাথরঘাটা উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. রোকোনুজ্জামান খান এর সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা (সহকারী ভূমি) কমিশনার মোহাম্মদ এমাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার প্রমুখ।
থানচি (বান্দরবান): বান্দরবানের থানচিতে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এবং উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাস্তবায়নে, দুর্নীতি দমন কমিশন সহযোগিতায়, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. সেলিমুর রশীদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) রাকিব হাসান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল হামিদ প্রমুখ।
অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এসময় তিনজন নারীকে বিশেষ সম্মাণে ভূষিত করা হয়। এদিকে একই দিন দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়ের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সভাপতি মুজিবর রহমানসহ অন্যন্যরা।
মোংলা) বাগেরহাট: দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট, মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহিঅফিসার আফিয়া শারমিন। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মো. নূর আলম শেখ, কমিটির সহসভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহিঅফিসার আফিয়া শারমিন বলেন তরুনরাই পারবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে।
মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে উপজেলা পরিষদের সম্মূখে পতাকা উত্তোলন, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভা কক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হেকিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ইমদাদুল হক তালুকদার। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, ডা. নয়ন ঘোষ, ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, জামায়াতের নায়েবে আমীর রিয়াজ উদ্দিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এজহারুল ইসলাম, প্রভাষক আব্দুল গনি আকন্দ, মুফতি আনোয়ার হোসেন, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জল, সমন্বয়ক সাইদ বিন ফজল প্রমূখ। সভা সঞ্চালনায় দায়িত্বে ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।
কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা কাউসার আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীল আফরোজ, সমাজসেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমান, ঢালজোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনায়েত করিম গজনবী, শ্রীফলতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকর্মীরা সভায় অংশ নেন।
চিলমারী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের চিলমারীতে গতকাল সোমবার আন্তর্জাতিক দূনীতি বিরোধী দিবস’২৪ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে কমিটির সহ-সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু তাহের, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, সিনিয়র সাংবাদিক ও লেখক নাজমুল হুদা পারভেজ, সাংবাদিক হুমায়ুন কবীর, মনিরুল ইসলাম লিটু, সিডিডিএফ পরিচালক লুৎফর রহমান প্রমূখ।
চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলণ, মানববন্ধন ও উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক কামরুজ্জামান, প্রধান অতিথি চৌগাছা উপজেলা নির্বাহি অফিসার সুস্মিতা সাহা,বিশেষ অতিথি উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ গোলাম মোরশেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাষ্টার কামাল আহম্মেদ,অফিসার ইনচার্য কামাল হোসেন,চৌগাছা সরকারী কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা পল্লী বিদ্যুুতের ডিজি এম আবুল কালাম বালু, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মো. রফিকুজ্জামান।
তালা (সাতক্ষীরা) : সাতক্ষীরার তালায় দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহিঅফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
খানসামা (দিনাজপুর): দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহিকর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক।
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে জেলা প্রশাসন, দুদক, দুপ্রক, সচেতন নাগরিক কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা সমন্বিত অফিস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলণ করা হয়। পরে এক মানববন্ধ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমন্বিত হল রুমে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার।
মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডা. মুজিবুল হক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর দুদকের উপপরিচালক মো. আতিকুর রহমান, জেলা সচেতন নাগররিক কমিটির সভাপতি খান মো. শহীদ প্রমুখ।
রংপুর: রংপুরে দিবসটি উপলক্ষ্যে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলাপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় এই আলোচনাসভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। আলোচনাসভায় আরও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. তালেবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া, সচেতন নাগরিক কমিটির সভাপতি ড. শাশ্বত ভট্টাচার্য প্রমুখ।
এসডি/