গোপালগঞ্জে স্কুলছাত্রীকে গণধর্ষণ, ভীতি প্রদর্শনে ভিডিও ধারণ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি
গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের মাছকান্দি গ্রামের এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী টুঠামান্দ্রা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন।
অভিযুক্ত ধর্ষকরা হলেন একই এলাকার রবি বলের ছেলে সাগর বল ওরফে রতন বল, বিমল গাইনের ছেলে বিক্রম গাইন, হারাধন মিস্ত্রীর ছেলে নয়ন মিস্ত্রী। এছাড়া সুবোধ বলের ছেলে শুভংকর বল (নাটু), সুবাস বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, রুপচাদ বিশ্বাসের ছেলে ধিমান বিশ্বাস ধর্ষণে সহযোগীতা করে ও মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।
এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, গত মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে মাছকান্দি পরিত্যক্ত ইটের ভাটায় এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, আমার মেয়েকে অনুসরন করে মাছকান্দী ইট ভাটার কাছে গেলে ওরা জোর পূর্বক ঝোঁপের ভিতর নিয়ে তাকে ধর্ষণ করে। ৩ জন মিলে ধর্ষণ বাকিরা ভিডিও ধারণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় ধর্ষকরা। আমি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
বৌলতলী তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম জসিম উদ্দিন বলেন, ‘ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। আমরা ধর্ষণের সহযোগী আসামী ধিমান বিশ্বাসকে ইতোমধ্যেই গ্রেপ্তার করেছি। অন্য আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/