হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৫


হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিলো পুলিশ
ছবি: প্রতিনিধি

মেহেরপুরে বিভিন্নভাবে হারিয়ে যাওয়া ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।


বুধবার (১ জানুযারি) সকাল ১১টায় মেহেরপুর পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এতে মালিকদের কাছে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার মাকসুদা আকতার খানম। 


আরও পড়ুন: জনবাণী‘র সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন


পুলিশ সুপার মাকসুদা আকতার বলেন, জেলার তিন থানায় করা পৃথক সাধারণ ডায়েরির ভিত্তিতে মোবাইলগুলো উদ্ধার করা হয়। পুলিশের সাইবার ক্রাইম সেলের সহযোগিতায় উদ্ধার করা মোবাইলগুলো আসল মালিকের হাতে তুলে দেওয়া হয়।

ডিসেম্বরে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৮১টি মোবাইল ফোন উদ্বার করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট।

উদ্ধারকৃত মোবাইলগুলোর সদর থানার ৩৪টি, গাংনী থানার ৪৫টি ও মুজিবনগর থানার ২টি ফোন রয়েছে। 

এসময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরও পড়ুন: জনবাণী‘র সম্পাদকসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন


এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুল করিম,সাইবার ক্রাইম ইনভেস্টেগেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এসডি/