কিশোরকে অজ্ঞান করে গোপনাঙ্গ কর্তন, জুঁই হিজড়া শ্রীঘরে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মাদারীপুরে ইয়াসিন আরাফাত নামে এক কিশোরের গোপনাঙ্গ কেটে ফেলার ঘটনায় প্রধান অভিযুক্ত তৃতীয় লিঙ্গের জুঁই হিজড়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফয়সাল আল-মামুন এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার (৫ এপ্রিল) সদর উপজেলার খোয়াজপুর থেকে জুঁইকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর আদালতের পুলিশ পরিদর্শক রমেশ চদ্র দাস।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভুক্তভোগী কিশোর ইয়াসিনকে চিকিৎসার কথা বলে কৌশলে খুলনার একটি হাসপাতালে নিয়ে যায় জুঁই হিজড়া। সেখানে ওই কিশোরকে অচেতন করে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়। একপর্যায়ে জ্ঞান ফেরার পর বাসায় যাওয়ার জন্য কান্নাকাটি করেন ইয়াসিন। শুক্রবার বিকেলে তাকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় ফেলে পালিয়ে যান অভিযুক্ত। পরে ইয়াসিনের অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে পরিবার। পরে এ ঘটনার ইয়াসিনের বাবা রেজাউল মোড়ল জুঁইকে প্রধান আসামি ও অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে জুঁইকে গ্রেফতার করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জনবাণীকে বলেন, ‘অমানবিক এই ঘটনায় মামলার প্রধান আসামি জুঁই হিজড়াকে গ্রেফতারের পরে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয় ভ্যানচালক নুরু নপ্তী, খুলনার হিজড়া স্বপ্নাসহ আরও একজন জড়িত। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
এসএ/