বিয়ের ১০ বছর পর ৪ সন্তান প্রসব করলেন লাকী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিবাহিত জীবনের দীর্ঘ ১০ বছর অপেক্ষার পর একসঙ্গে চার সন্তান প্রসব করেছেন মোছা. লাকী আক্তার (২৮) নামে এক মা। বুধবার (৬ এপ্রিল) কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তানদের জন্ম দেন তিনি।
জানা গেছে, চার শিশুই সুস্থ আছে। তবে একসঙ্গে চার শিশু প্রসব করায় তাদের ওজন কম হয়েছে। অপরদিকে একসঙ্গে চার সন্তান হওয়ায় মায়ের শারীরিক অবস্থার কিছুটা অবনতি ঘটেছে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিয়ের দীর্ঘ ১০ বছর পর একসঙ্গে চার সন্তান প্রসব করায় পরিবার ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
লাকী কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামের খাঁ বাড়ির আক্তারুজ্জামানের ছেলে মো. ফাইজুর রহমানের স্ত্রী। তিনি গৃহিণী। তার বাবার বাড়ি কুলিয়ারচর পৌরশহরের পশ্চিম গাইলকাটা মহল্লায়। তার বাবার নাম মুছা মিয়া।
লাকীর বড় ভাই মো. হাবিবুল্লাহ জানান, ‘১০ বছর আগে একই উপজেলার ফাইজুর রহমানের সঙ্গে ছোট বোন লাকীকে বিয়ে দেওয়া হয়। দীর্ঘ ১০ বছর অতিবাহিত হলেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। পরে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি কনসালট্যান্ট ডা. ইসমত আরার পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করেন লাকী। অবশেষে একসঙ্গে চার সন্তানের জন্ম হয়।’
চিকিৎসরা জানায়, ‘চার শিশুর মধ্যে তিন জনের ওজন দুই কেজি করে। এক শিশুর ওজন ২ কেজির ৫০ গ্রাম কম। এরা সবাই সুস্থ আছে এবং তাদের মা অসুস্থ বিধায় আইসিইউতে আছে। শিশুদের খাবারের সংস্থান হাসপাতাল থেকেই করা হচ্ছে।’
লাকীর ভাবি পুষ্প আক্তার জানান, ‘জন্মের সময় চার শিশুর বাবা হাসপাতালেই ছিলেন। চার সন্তানের জন্মের কথা শুনে তিনি খুবই খুশি হয়েছেন।’
এসএ/