সাগরপথে অনুপ্রবেশকালে ৩৪ রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে বিজিবি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৫


সাগরপথে অনুপ্রবেশকালে ৩৪ রোহিঙ্গাকে হেফাজতে নিয়েছে বিজিবি
ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ট্রলার যোগে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি।

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাগরের মুন্ডারডেইল পয়েন্ট এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।


আরও পড়ুন: টেকনাফের অপহরণ বন্ধে সেনা বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান


লে. কর্নেল আশিকুর রহমান বলেন, রবিবার দুপুরে টেকনাফে সাবরাং ইউনিয়নে মুন্ডারডেইল পয়েন্টে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বহনকারি একটি ট্রলার সাগরে ভাসতে দেখে বিজিবির সদস্যরা। এক পর্যায়ে ট্রলারটি ভাসতে ভাসতে তীরে ভিড়ে। পরে ট্রলারে থাকা ৩৪ জন রোহিঙ্গাকে কূলে নামিয়ে আনা হয়। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।




বিজিবির এ কর্মকর্তা বলেন, ‘উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াবের পূর্বে নাশং এলাকার বাসিন্দা তারা। সাগরপথে তারা ইঞ্জিন চালিত কাঠের ট্রলার যোগে প্রাণ বাঁচাতে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। গত ৫ দিন ধরে তারা সাগরে ট্রলারের মধ্যেই অবস্থান করছিল। এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে।’


আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলিতে ১ মাদক কারবারি নিহত


উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, রাখাইন রাজ্যের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে তীব্র লড়াই চলছে। সেখানে সরকারি বাহিনীর পাশাপাশি আরাকান আর্মিও যুদ্ধে অংশ নিতে রোহিঙ্গাদের জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছে। এতে কেউ অস্বীকৃতি জানালে তাদের উপর নেমে আসে নির্মম নির্যাতন-নিপীড়ন। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিতে চেষ্টা চালাচ্ছে।’

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের পুনরায় স্বদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নিচ্ছে বলে জানান, লে. কর্নেল আশিকুর রহমান।


এসডি/