ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযোগ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৫


ফুলবাড়ী সাব-রেজিস্টার অফিসের দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযোগ
ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন দূর্নীতির প্রতিবাদ জানিয়ে দূর্নীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


আরও পড়ুন: জনবাণী পত্রিকার সম্পাদকের উপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীয়ায় মানববন্ধন


রবিবার (৫ জানুয়ারি) ব্যবস্থা গ্রহণের দাবিতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অভিযোগ পত্রে স্বাক্ষর করেছে আমান আহমেদ শাওন। অভিযোগ ও বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে কথা বলে জানা গেছে, ফুলবাড়ী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে নানা রকম অনিয়ম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী সেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল দলিল লেখকের লাইসেন্স নবায়ন করতে গেলে সরকারি ফি পরিশোধ করার পরও উক্ত অফিসের অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরার জাহাঙ্গীর হোসেন অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করে, অতিরিক্ত ফি দাবী করায় ছাত্রদের সাথে বাক বিতন্ডায়  জড়িয়ে পড়েন ঐ কর্মচারীদ্বয়। এক পর্যায়ে তারা অফিস ছেড়ে পালিয়ে যায়। ছাত্রদের সাথে বাক বিতন্ডায়  জড়িয়ে পড়ার ভিডিও আছে বলে জানা যায়। দূর্নীতির প্রমাণ সংগ্রহের পর ছাত্ররা এর প্রতিবাদ শুরু করলে অভিযুক্ত কর্মকর্তারা ওইদিন দুপুড়েই অফিস থেকে পালিয়ে যায় বলে জানায় শিক্ষার্থীরা।

 

বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শাওন, আতিকুর রহমান ,সিদরাতুল সবুজ সহ আরো অনেকেই জানান, দীর্ঘদিন ধরে এই সাব রেজিস্টার অফিসে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম চলে আসছিল, তারাই ধারাবাহিকতায় আমরা ভুক্তভোগী সেজে দলিল লেখকের লাইসেন্স নবায়নের জন্য আসলে আমাদের কাছেও অফিস সহকারী আয়েশা সিদ্দিকা সেলিনা এবং মোহরারও জাহাঙ্গীর হোসেন নির্ধারিত ফির বাহিরে অতিরিক্ত ৩ হাজার টাকা দাবি করেন। সাব রেজিস্ট্রার অফিসের সকল দূর্নীতি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সেই সাথে সকল সরকারি দপ্তরে জনগণ যাতে কোনরকম হয়রানি ছাড়া নির্বিঘ্নে সেবা পেতে পারে সেজন্য দূর্নীতি বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নেয়ার দাবি জানায় তারা। 


এবিষয়ে সাব-রেজিস্টার অফিসের মোহরারও জাহাঙ্গীর হোসেন ও অফিস সহকারি আয়েশা সিদ্দিকা সেলিনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদেরকে অফিসে না পাওয়ায় মুঠোফোনে যোগাযোগ করা চেষ্টা করলে তরা কেউ ফোন রিসিভ করলেও পরে কথা বলবে বলে ফোন কেটে দেন।


আরও পড়ুন: ফুলবাড়ীতে ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার

 

ফুলবাড়ী উপজেলা সাব-রেজিস্টার অফিসার মাহ্ফুজুর রহমান জানান, অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে সোকজ করা হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে


এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম জানান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাব-রেজিস্টার অফিসের অনিয়মের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এসডি/