পঞ্চগড়ে কৃষি ব্যাংকে ডাকাতিকালে যুবক আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৭ পিএম, ২৮শে আগস্ট ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) শাখায় ডাকাতির চেষ্টার সময় সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ভজনপুর শাখায় এ ঘটনাটি ঘটে। ওই যুবক ডাকাতির উদ্দেশ্যে বিকেলেই ব্যাংকে ঢুকে লুকিয়ে ছিল।
জানা গেছে, আটক সহিদুল হক একই উপজেলার ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুকুরু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাংকের নাইটগার্ড রাতের খাবারের জন্য নিচে নামেন। কিছুক্ষণ পর তিনি ভেতরে আলো জ্বলতে দেখেন এবং শব্দ শুনতে পান। এ সময় সন্দেহ হলে তিনি সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের খবর দেন এবং স্থানীয়দের ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে হাতেনাতে ধরা হয়। এ সময় তার ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
ব্যাংকের গার্ড আনিস বলেন, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলে থাকতে দেখতে পাই। কিছু একটা শব্দও শুনতে পাই। একা প্রবেশের সাহস পাচ্ছিলাম না। তাই ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সহায়তায় ভেতরে যায়। এরপর ওই ডাকাতকে দেখতে পাই।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ
ভজনপুর ইউনিয়নের ইউপি চোয়ারম্যান মুসলিম উদ্দিন বলেন, আটক যুবক বিকেলে ব্যাংকে লুকিয়ে ছিল। নাইটগার্ড ডিউটি করতে গেলে তাকে ব্যাংকের ভিতরে দেখতে পায় পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাকে আটক করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ডাকাতির চেষ্টায় একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসএ/