Logo

সন্তান চেয়ে হযরত জাকারিয়া (আ.) যে দোয়া করেছিলে

profile picture
জনবাণী ডেস্ক
৮ জানুয়ারী, ২০২৫, ২৪:৫৭
32Shares
সন্তান চেয়ে হযরত জাকারিয়া (আ.) যে দোয়া করেছিলে
ছবি: সংগৃহীত

মহান আল্লাহর এ প্রেরিত পুরুষের জীবন ছিল অলৌকিক ঘটনাবলিতে বর্ণিল

বিজ্ঞাপন

বনি ইসরায়েলের অন্যতম প্রধান নবী ছিলেন জাকারিয়া (আ.)। ঈসা (আ.)-এর মা মারইয়াম (আ.)-এর তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। মহান আল্লাহর এ প্রেরিত পুরুষের জীবন ছিল অলৌকিক ঘটনাবলিতে বর্ণিল। যার অন্যতম বার্ধক্যে সন্তান লাভ।

বিজ্ঞাপন

জাকারিয়া আ. নিঃসন্তান ছিলেন। কিন্তু তিনি যখন হজরত মারইয়াম আ. এর কাছে আল্লাহ তায়ালা পক্ষ থেকে মৌসুম ছাড়াও বিভিন্ন ধরনের ফলমূল আসছে তখন তার মনেও আল্লাহর অনুগ্রহপ্রাপ্তির আশা জেগে ওঠে। তিনিও তখন আল্লাহ তায়ালার কাছে সন্তান লাভের জন্য দোয়া করেন। তিনি বাধ্যর্কে উপনীত হয়েছিলেন। কিন্তু আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কুদরতের ওপর ভরসা করে দোয়া করলেন তিনি।

বিজ্ঞাপন

 যে দোয়াটি করেছিলেন তিনি 

رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء

বিজ্ঞাপন

উচ্চারণ : রাব্বি হাবলি মিল্লাদুনকা যুরিরয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ। 

অর্থ : হে আমাদের প্রতিপালক! তোমার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করো। নিশ্চয়ই তুমি প্রার্থনা কবুলকারী।’ (সুর আলে ইমরান, ৩৮)।

বিজ্ঞাপন

জাকারিয়া আ.-এর ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে

বিজ্ঞাপন

‘এটি আপনার রবের বান্দা জাকারিয়ার প্রতি বিশেষ অনুগ্রহের বর্ণনা। তিনি গোপনে তাঁর রবকে ডাকেন। তিনি বলেন, হে রব, আমার অস্থি দুর্বল হয়ে পড়ে। বার্ধক্যে আমার মাথা শুভ্রজ্জ্বল হয়েছে। হে আমার প্রতিপালক, আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি। আমি আশঙ্কা করি আমার পর আমার স্বগোত্রীয়দের সম্পর্কে। আমার স্ত্রী বন্ধ্যা। সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে উত্তরাধিকারী দান করুন।’ (সূরা মারিয়াম, আয়াত : ২-৫)

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD