গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা প্রাণ গেল স্কুল ছাত্রের
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:০২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৫
ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইম ইসলাম (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মহেশপুরে পিকাপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
বুধবার(১৫ জানুয়ারী) সকাল ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম এসবিকে ইউনিয়নের ভালাইপুর গ্রামের মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে। সে মহেশপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পিতা রফিকুল ইসলাম জানান ,প্রতিদিনের মত আজও নাইম প্রাইভেট পড়ার উদ্যেশে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেড় হয়। কিছুক্ষন পর জানতে পারি সে এক্রসিডেন্ট করেছে।
স্থানীয়রা জানান, ভাইলপুরের দিক থেকে দ্রত গ্রতিতে আসা মোটরসাইকলেটি হাসপাতালের সামনে পৌছালে অপর দিক থেকে আসা প্রাইভেটকারকে সাইড দিতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে । এতে ঘটনা স্থলেই নাইম মারা যায়।
আরও পড়ুন: মহেশপুরে ‘গরু চোর’ সন্দেহে গণপিটুনিতে নিহত ১
মহেশপুর থানার ওসি ফযেজ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসডি/