বিসিআইসিতে বঙ্গবন্ধু পরিষদের দুই নেতার প্রাইজপোস্টিং


Janobani

মো. রুবেল হোসেন

প্রকাশ: ১০:১৮ অপরাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫


বিসিআইসিতে বঙ্গবন্ধু পরিষদের দুই নেতার প্রাইজপোস্টিং
ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনে প্রকাশ্য বিরোধিতা করেও প্রাইজপোস্টিং পেয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ইউনিট বঙ্গবন্ধু পরিষদের দুই নেতা। এ নিয়ে বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।


আরও পড়ুন: খালেদা জিয়ার চিকিৎসা ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত


রবিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চিফ অব পার্সোনেল আ.ন.ম. শরীফুল আলম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।


প্রাইজপোস্টিং প্রাপ্তরা হলে, বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ইউনিটের যুগ্ম আহবায়ক মো. নজরুল ইসলামকে নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) টিআইসিআই, পলাশ, নরসিংদী এবং নির্বাহী সদস্য মো. ফখরুল আলম মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এস্টেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বিসিআইসি,ঢাকায় বদলি করা হয়েছে। এ আদেশে মোট ছয় জনকে বিভিন্ন দপ্তরে বদলি করা হয়।



নাম প্রকাশ না করার শর্তে বিসিআইসির একাধিক কর্মকর্তা জনবাণীকে জানান, যাদের প্রাইজপোস্টিং দেওয়া হয়েছে বিগত ১৬ বছরে তারা বিসিআইসিতে প্রভাব বিস্তার করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনেও তারা একদফার বিরুদ্ধে অবস্থান নিয়ে দাপট দেখিয়েছেন। এখন তাদেরকেই প্রাইজপোস্টিং দেওয়া হয়েছে। এটি বৈষ্যমের চূড়ান্ত দৃষ্টান্ত ছাড়া আর কিছুই নয়।



জানা যায়, এস্টেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আওতায় বিসিআইসির সকল সম্পদ দেখভাল করা হয়। বিগত ১৬ বছরে বিসিআইসির অনেক সম্পদ বেহাত হয়েছে যা উদ্ধার কাজ চলমান থাকলেও বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত হচ্ছে বিসিআইসি। বিগত দিনে এই সকল সম্পদ ও জমি আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা ভোগদখল করেছেন। এমন সময় বঙ্গবন্ধু পরিষদের নেতাদের প্রাইজপোস্টিংয়ের ফলে বিসিআইসির বেহাত হওয়া সম্পদ আদৌ উদ্ধার হবে কি? এমন প্রশ্ন জনমনে।


বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চিফ অব পার্সোনেল আ.ন.ম. শরীফুল আলম  জনবাণীকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই আদেশ দিয়েছি। এতে আমার কোন সংশ্লিষ্টতা নেই। এ সময় কর্মকর্তা-কর্মচারিদের ক্ষোভ-অসন্তোষের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।


আরও পড়ুন: বিমানে তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি


এ বিষয়ে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান মো. সাইদুর রহমানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। 


এসডি/