শ্যামনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন ।
বুধবার (২২ জানুয়ারি ) বিকেল সাড়ে চারটা থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি গঠন নিয়ে বিগত কয়েকদিন ধরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ মাষ্টার ও সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান কবীর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই সূত্র ধরে বিকেল সাড়ে ৪টার দিকে উভয় গ্রুপের মধ্যে পাল্টা -পাল্টি মিছিল সমাবেশ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় পথ বঞ্চিতদের বিভিন্ন ধরনের স্লোগান এবং হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঢাবির আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেফতার
এর আগে ১৯ জানুয়ারি রবিবার পদবঞ্চিতদের দ্বারা সংঘটিত হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ।
এমতাবস্থায় বুধবার সকাল থেকে দুই পক্ষের নেতা -কর্মীরা উপজেলা সদরে জড়ো হতে থাকেন। বিকেলে বিএনপি নেতা আশেকে এলাহী মুন্না, যুবদল নেতা আজীবর,শহীদ ও শফিউল্লাহর নেতৃত্বে বিএনপি নেতা সোলায়মান কবীর গ্রুপের নেতা কর্মীদের উপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হন। দুই গ্রুপের মুহূর মূহুর সংঘর্ষে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পরিস্থিতি মারাত্মক অবনতি হলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ রনি খাতুন ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ও শান্তি -শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এলাকায় পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন।
শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ রনি খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এসডি/