শ্যামনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:৫৫ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৫


শ্যামনগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
দুই গ্রুপের সংঘর্ষ ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দুই  গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা প্রশাসন । 

বুধবার (২২ জানুয়ারি ) বিকেল সাড়ে চারটা থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শ্যামনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কমিটি গঠন নিয়ে বিগত কয়েকদিন ধরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি  আব্দুল ওয়াহেদ মাষ্টার ও সাবেক সাধারণ  সম্পাদক  সোলায়মান কবীর গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই সূত্র ধরে বিকেল সাড়ে ৪টার দিকে উভয় গ্রুপের মধ্যে পাল্টা -পাল্টি মিছিল সমাবেশ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় পথ বঞ্চিতদের বিভিন্ন ধরনের স্লোগান এবং হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। 


আরও পড়ুন: ঢাবির আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেফতার


এর আগে ১৯ জানুয়ারি রবিবার পদবঞ্চিতদের দ্বারা সংঘটিত হামলায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ।


এমতাবস্থায় বুধবার সকাল থেকে  দুই পক্ষের নেতা -কর্মীরা উপজেলা সদরে জড়ো হতে থাকেন। বিকেলে বিএনপি নেতা আশেকে এলাহী মুন্না, যুবদল নেতা আজীবর,শহীদ ও শফিউল্লাহর নেতৃত্বে  বিএনপি নেতা সোলায়মান কবীর গ্রুপের নেতা কর্মীদের উপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হন। দুই গ্রুপের মুহূর মূহুর সংঘর্ষে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পরিস্থিতি  মারাত্মক অবনতি হলে  উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ রনি খাতুন ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ বন্ধ ও শান্তি -শৃংখলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এলাকায়  পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা টহলে রয়েছেন। 


শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোসাম্মৎ রনি খাতুন  বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 



এসডি/