প্রতিবন্ধী কিশোরীকে সাত মাস ধরে ধর্ষণ করে নানা!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রতিবন্ধী কিশোরীকে সাত মাস ধরে ধর্ষণ করে নানা!

পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রতিবন্ধী কিশোরীকে (১২) বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে তার চাচাতো নানা আফজাল খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) কিশোরীর মায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, কিশোরীকে নিজ বাসায় লালন-পালনের জন্য নিয়ে যায় চাচাতো নানী। কিছুদিন পর নানীর অনুপস্থিতে তাকে ধর্ষণ করে অভিযুক্ত আফজাল খান। এরপর গত সাত মাসে একাধিকবার তাকে ধর্ষণ করে অভিযুক্ত।

পরে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে পারেন। এরপর বৃহস্পতিবার মামলা দায়ের করেন তিনি। পরে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি -তদন্ত) আসাদুর রহমান জানান, কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে ওই কিশোরী তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদের পর ভাই-বোন ও মায়ের সাথে নানা বাড়িতে থাকতেন। গত সাত মাস পূর্বে ওই কিশোরীকে তার চাচাতো নানী নিজ বাসায় নিয়ে যায়। এ ঘটনায় ডাক্তারি পরীক্ষা শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এসএ/