বড়লেখায় একশত টাকার জন্য রায়হান আহমদকে পিটিয়ে হত্যার চেষ্টা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫


বড়লেখায় একশত টাকার জন্য রায়হান আহমদকে পিটিয়ে হত্যার চেষ্টা
ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বারহালী গ্রামের সিপার মিয়া  সঙ্ঘবদ্ধ নিয়ে দিনমজুর  রায়হান  আহমদকে একশত টাকার জন্য,  পিটিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। 


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ২ ঘটিকার সময়  সিপার মিয়ার বাড়ির পাশে,রায়হান  আহমদকে একশত টাকার জন্য,তার উপরে হামলা চালানো হয়। 


এতে  আহত অবস্থায়  সেখানে থাকার লোকজন,  রায়হান  আহমদকে, তাকে উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসার জন্য  ভর্তি করা হয়। পরে রায়হান আহমদ বাদী  হয়ে বড়লেখা থানা সাতজনকে আসামি করে অভিযোগ করেন।মামলার সূত্র ও সরেজমিনে এলাকায় গেলে জানা যায়,সিপার আহমদের  সাথে মাটি কাজ করতেন রায়হান আহমদ।


এসময় রায়হান আহমদ, সিপার আহমদের কাছে তার পাওনা টাকা খুঁজতে গেলে, উল্টো আবার বলে রাহান আমাদের কাছে ১০০ টাকা সে  পাওনি রয়েছে। এ বলে রায়হান আহমদ প্রতিবাদ করিলে, সিপার আহমদের তার সাথে থাকা কয়েকজন মিলে,রায়হান  আমাদের উপরে হামলা চালায়। 


এ সময়ে এলাকাবাসী রায়হান আহমদকে  উদ্ধার করে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে। 


দুদিন হয়ে গেল এখনো তাদের পরিবারের সাথে কেউ যোগাযোগ করে নাই। রায়হান আহমদ কে  ডাক্তার বলেছে ভালো চিকিৎসার জন্য তাকে উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। 


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা  মারুফ আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, একটি অভিযোগ করা হয়েছে সর জমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে আসামি সিপার আহমদেরসাথে একাধিকবার তার মোট ফোনে কল দিলে সে ফোন  রিসিভ করে নাই। 


আরএক্স/