কালীগঞ্জে দিন-দুপুরে প্রবাসীর বাড়ির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:১০ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫


কালীগঞ্জে দিন-দুপুরে প্রবাসীর বাড়ির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি
ছবি: প্রতিনিধি


ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেয়ে চোর চক্রের সদস্যরা।

সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাকড়া গ্রামের সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।


আরও পড়ুন: কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩


প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি, তার মেয়ে ও শাশুড়ি থাকেন। মাঝে মাঝে শশুর আসেন। সোমবার সকালে ঘরে তালা মেরে পুরানো বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পাই ঘরের তিনটি তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলামেলো করে ফেলে গেছে। এছাড়াও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।


কালীগঞ্জ থানার এসআই শামীম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্য ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


এসডি/