গৃহবধূর ধর্ষণ মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গৃহবধূর ধর্ষণ মামলায় পুলিশের এসআই গ্রেপ্তার

প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের মামলায় পুলিশের এক উপ পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী নারী বাদি হয়ে ওই এসআই-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। 

শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে পুলিশ ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ঝালকাঠি আদালতে পাঠানো হলে কাঁঠালিয়া জুডিশিয়াল আদালতের বিচারক মাহবুবা নাসরীন তাকে জেলহাজতে পাঠান।  গ্রেপ্তার এসআই কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। 

মামলার বিবরণে জানা গেছে, উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের ওই গৃহবধূকে গত তিন এপ্রিল রাতে তার বাড়িতে ধর্ষণ এবং মারধর করেন অভিযুক্ত এসআই। 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে চালান করলে আদালত তাকে জেলহাজতে পাঠান। নির্যাতনের শিকার ওই নারীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

এসএ/