উজিরপুরের বামরাইলে চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ড
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ১২:৫২ পিএম, ৬ই মার্চ ২০২৫

মো:এমদাদুল কাসেম সেন্টু: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের বামরাইল এলাকায় চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বৃহষ্পতিবার (৬ মার্চ) বেলা পৌনে ১১ টার ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই গ্রীন লাইন (ঢাকা-মেট্রো-ব-১৪-৩১৯২) পরিবহনটি ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকার সম্মুখে বীর মুক্তিযোদ্ধা মোঃ আয়নাল হক হাওলাদারের বাড়ি সামনে আসামাত্র চলন্ত পরিবহনটির পিছনে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এক মোটরসাইকেল চালক গাড়িটিকে পথরোধ করে বিষয়টি জানালে তড়িঘড়ি করে সকল যাত্রীরা গাড়ি থেকে নেমে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে পরিবহনটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় জুড়ে আতঙ্ক বিরাজ করছে।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

কমলগঞ্জে ট্রাকভর্তি ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ২

পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ
