নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কৃষিবিদ পলাশ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:২৭ অপরাহ্ন, ৮ই মার্চ ২০২৫


নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে: কৃষিবিদ পলাশ
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।


শুক্রবার (৭ মার্চ) বিকেলে দড়িকান্দি ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এই অভিযোগ করেন।


আরও পড়ুন: এ বছর নির্বাচন সম্ভব নয়, ঠিক এভাবে কথাটা বলিনি: নাহিদ ইসলাম


মেহেদী হাসান পলাশ বলেন, নির্বাচন নিয়ে আজ ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল, তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি, এই অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্রই কাজে দেবে না। 


এসময় তিনি আরও বলেন,‘স্থানীয় নির্বাচন নয় অবশ্যই জাতীয় নির্বাচন আগে হতে হবে।


দড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল করিম চেয়ারম্যানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সেন্টু মাস্টারের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ভিপি মুসা, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, এডভোকেট আব্দুল্লাহ আল মহসিন, সাখাওয়াত হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুল করিম, তাইবুর হাসান মাসুম, নজরুল ইসলাম, স্বপন সিকদার, সাংগঠনিক সম্পাদক-সেলিম সুক্রি, উপজেলা যুবদলের সভাপতি হারুন আর রশিদ।


আরও পড়ুন: চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস


আরও উপস্থিত ছিলেন কোষাধক্ষ্য মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক কামাল হোসেন, ধর্ম সম্পাদক খলিলুর রহমান, পৌর সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. রুস্তম মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, আলী কাওসার জামান, শ্রমিক দল নেতা সাইফুল ইসলাম নয়ন, যুবদল নেতা আতিকুর রহমান লিটন, আবু কালাম, এসএম জনি, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন লিটন প্রমুখ।


এমএল/