বিএনপির ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ৯ই মার্চ ২০২৫


বিএনপির ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা
ফাইল ছবি

রাজনৈতিক দলগুলো এবং পেশাজীবীদের সম্মানে বিএনপির ইফতার মাহফিলের নতুন সূচি প্রকাশ করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।

 

রবিবার (০৯ মার্চ) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাজনৈতিক দলের সম্মানে বিএনপির ইফতার মাহফিল আগামী বুধবার (১৯ মার্চ) ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল হবে আগামী শুক্রবার (২১ মার্চ)। উভয় ইফতার মাহফিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন বলেও জানান রুহুল কবির রিজভী।


আরও পড়ুন: বিলম্বিত নির্বাচন করার অপচেষ্টা জনগণ কখনো মেনে নিবে না: ফারুক


এর আগে, রাজনৈতিক দলগুলোর সম্মানে বিএনপির পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলের দিন ছিল আজ রবিবার। তবে অনুষ্ঠানটি স্থগিত করে শনিবার (০৮ মার্চ) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।


এমএল/