বাংলাদেশের অর্থনীতিকে শ্রীলঙ্কার সঙ্গে তুলনা করা ষড়যন্ত্র: কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতিকে তুলনা করা উদ্দেশ্যপ্রণোদিত। এটা ষড়যন্ত্রের অংশ।
শনিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু এখন দৃশ্যমান। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। পদ্মাসেতু ও মেট্রোরেলের বিরুদ্ধে অপপ্রচার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।
তিনি বলেন, সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আবারও আগামী নির্বাচনে বিজয়ী হবে।
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পরাজিত হয়, তাহলে সার্বভৌমত্ব পরাভূত হবে। ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।
সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে জানানো হয়, চলতি বছরের নভেম্বরেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
ওআ/