লালমনিরহাটে পিস্তল-গুলি ও ফেনসিডিল সহ আটক ৩


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০২:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৫


লালমনিরহাটে পিস্তল-গুলি ও ফেনসিডিল সহ আটক ৩
আটককৃত আসামি

লালমনিরহাটে পিস্তল-গুলি ও মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।


সোমবার (১৭ মার্চ) ভোরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে অস্ত্র-গুলি ও মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়।


আরও পড়ুন: লালমনিরহাটে ৮ বছরের শিশু ধর্ষন চেষ্টা, আসামি গ্রেফতার


সোমবার (১৭ মাচ) এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) বাদল কুমার রায়।


আটককৃতরা হলেন- ঢাকার ধামরাই থানার বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল ইসলাম (২৮), ছোট সাকরাইল এলাকার সরেদব হালদারের ছেলে লিটন হালদার (২৭) ও মানিকগঞ্জের শিবালয় থানার খালিশা এলাকার আব্দুল আজিজের ছেলে আসলাম মিয়া (৩৫)।


লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ, (তদন্ত) বাদল কুমার মন্ডল এ বিষয়ে জানান, ‘আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা কোথায় কার কাছ থেকে পিস্তল-গুলি ও মাদদকদ্রব্য নিয়েছেন সে ব্যাপারে এখনও জানা যায়নি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও পড়ুন: লালমনিরহাট সীমান্ত থেকে ৭ দিনে বিপুল পরিমাণ মাদক জব্দ


তিনি আর ও জানান যে,অস্ত্র-গুলি ও মাদকসহ তিন ব্যক্তি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম থেকে মাইক্রোবাসে আসছিলেন। তারা কুলাঘাট-বড়বাড়ি সড়ক দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাকোয়া টিকটিকি এলাকায় অবস্থান নিয়ে মাইক্রোবাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় পিস্তল-গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।


এসডি/