লালমনিরহাটে ৮ বছরের শিশু ধর্ষন চেষ্টা, আসামি গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫১ অপরাহ্ন, ১৬ই মার্চ ২০২৫

লালমনিরহাটে আট বছর বয়সী শিশুকে আলুর লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে মেহের আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন: লালমনিরহাটে চাকরীচ্যুত বিডিয়ার সদস্যগণের মানববন্ধন
রবিবার (১৬ মার্চ) সকালে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কাশিনাথ এলাকায় এমন ঘটনা ঘটে। আলু তুলতে গেলে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করলে হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আট বছরের শিশু মেয়েটি।
শিশু ধর্ষণের চেষ্টা ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী।গ্রেফতার অভিযুক্ত ব্যক্তি মেহের আলী (৫৫) একই ইউনিয়নের কাশিরঝাড় গ্রামের মৃ-ত বশির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , রবিবার সকালে তৃতীয় শ্রেণির ছাত্রীটি আলু তোলার জন্য খেতে যাচ্ছিল। বাড়ির পাশে একটি তামাকখেতে বসে থাকা মেহের আলী ওই স্কুলছাত্রীকে আ-টক করে তামাকখেতে নিয়ে জোরপূর্বক ধ-র্ষ-ণের চেষ্টা করলে শিশুটি মেহের আলির হাতে কামড় দেয়। শিশুটির আ-ত্মচি-ৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উ-দ্ধা-র করেন। তারা মেহের আলীকে ঘটনাস্থলে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। মেহের আলীর গ্রামে তার বিরুদ্ধে একাধিক নারী নিপীড়নের অভিযোগ রয়েছে বলে জানায় এলাকাবাসী। এছাড়াও মেহের আলির দৃষ্টান্ত শাস্তির দাবি জানায় স্থানীয় বাসিন্দারা।
লালমনিরহাট সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শিশুকে ধর্ষণের চেষ্টা ঘটনার সত্যতা পাওয়া গেছে। খুব দ্রুত তার বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হবে।
এদিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় প্রতিবন্ধি তরুনীকে ধর্ষণের অভিযোগে লম্পট যুবক শাহিনকে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
শনিবার (১৫ মার্চ) রাতে নির্যাতিত তরুনীর বাবা বাদি হয়ে আদিতমারী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় প্রকাশ, বাক ও শারীরিক প্রতিবন্ধি তরুনীকে(২৮) বাড়িতে রেখে পরিবারের সকল সদস্য পাশের ক্ষেতে কাজে যান। শনিবার দুপুরে আইসক্রিম বিক্রি করতে এসে যুবক শাহিন মিয়া ওই বাড়ি যায়। এসময় তরুনীকে বাড়িতে একা পেয়ে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে তার বাড়িতেই তরুনীকে জোরপুর্বক ধর্ষণ করে। এরই মাঝে কাজ শেষ করে ওই তরুনীর ভাই বাড়িতে এসে তাদেরকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে লম্পট যুবক শাহিনকে আটক করে চিৎকার দেয়। স্থানীয়রা সোড়গোল পেয়ে ছুটে এসে আটক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় নির্যাতিত তরুনীর বাবা বাদি হয়ে রাতে আদিতমারী থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে। সে মামলায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতার দেখায় পুলিশ।
আরও পড়ুন: লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
এ বিষয়ে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, নির্যাতিত তরুনীর বাবার দায়ের করা এজাহারটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে শাহিনকে গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে নির্যাতিত তরুনীকে আলামত সংগ্রহের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এসডি/