লালমনিরহাটে জাতীয় সমবায় দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৪
লালমনিরহাটে আজ ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় সমবায় র্যালি শেষে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় সমবায় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইস্কাপসহ আটক ১
লালমনিরহাট জেলা সমবায় অফিসার মো. মাহবুবুর ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নুরে তাসনিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, আমরা দেখতে পাচ্ছি নিবন্ধনকারী সমিতির অভাব। আপনারা যারা নিবন্ধন করা সংগঠন আছেন আপনাদের বলছি আপনারা একটু তাদেরকে অর্গানাইজ করেন।
আরও পড়ুন: লালমনিরহাটে ফেনসিডিলসহ পিকআপ উদ্ধার করেছে বিজিবি
নিবন্ধন বিহীন সমিতি রাখা যাবেনা। যদি নিবন্ধন বিহীন সমবায় সমিতি থাকে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।আলোচনা সভায় লালমনিরহাট জেলার সমবায় সমিতির প্রতিনিধি, জেলা ও উপজেলা পর্যায়ের সমবায় কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএল/