Logo

ফুলবাড়ীতে ফেন্সিডিল ও ইস্কাপসহ আটক ১

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৪, ২৪:৪৩
88Shares
ফুলবাড়ীতে  ফেন্সিডিল ও ইস্কাপসহ আটক ১
ছবি: সংগৃহীত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করার কাজ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ইস্কাপ উদ্ধার সহ আবু সামা নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে।  

জানা যায় আইজিপি ও পুলিশ সুপার, কুড়িগ্রামের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় থানার কর্মরত এসআই(নিঃ)/মোঃ শাহানুর আলম এর নেতৃত্বে একটি বিশেষ দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বুধবার (৩১ অক্টোবর) রাত অনুমান ১০.৫৫ ঘটিকায় ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামের আবু সামা এর বসতবাড়ী তল্লাশী করে মাদক ব্যবসায়ী আবু সামার বসতবাড়ী হতে ১৫৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ১০১ বোতল মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করেছে, একই সাথে আবু সামাকে আটক করেছে। আবু সামা পশ্চিম ধনিরাম গ্রামের আব্দুল মোল্লা এর ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী বলে এলাকার লোকজন জানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন জ্নায় যে, ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপকহারে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলছে। এতে করে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমান ফুলবাড়ী থানার কর্মরত অফিসার ইনচার্জ (ওসি) সহ কর্মরত পুলিশ সদস্যগন মাদকের বিষয়ে তৎপর হলে ফুলবাড়ী থানা এলাকা মাদক মুক্ত হবে। পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানকে স্বাগত জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন এলাকার সুশিল সমাজ।  

এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় যে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ফুলবাড়ী থানা এলাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রন করার লক্ষে ফুলবাড়ী থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পশ্চিম ধনিরাম গ্রামের আবু সামাকে তার বসতবাড়ী হতে ১৫৬ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল ও ১০১ বোতল মাদকদ্রব্য ইস্কাপ উদ্ধার করেছে, সেই সাথে আবু সামাকেও গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর করার কাজ প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD