Logo

লালমনিরহাটে ফেনসিডিলসহ পিকআপ উদ্ধার করেছে বিজিবি

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৪, ০৩:৪৯
67Shares
লালমনিরহাটে ফেনসিডিলসহ পিকআপ উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালগাড়া রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে

বিজ্ঞাপন

লালমনিরহাট ব্যাটালিয়নের অধীনস্থ লোহাকুচি বিওপির সীমান্ত এলাকা থেকে ২২৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ১টি পিকআপ ভ্যান আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৬নং গোড়ল ইউনিয়নের মালগাড়া নামক স্থান হতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ লোহাকুচি বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ মালগাড়া নামক এলাকা দিয়ে কয়েকজন জন মাদক পাচারকারী পিকআপ যোগে মাদক পাচার করবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেই সংবাদের ভিত্তিতে লোহাকুচি বিওপি কমান্ডারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল মেইন পিলার ৯১৮ হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালগাড়া রাস্তার পাশে ওঁৎ পেতে থাকে।

ভোর ৫টায়  বিজিবি টহলদল একটি পিকআপ আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা পিকআপ রেখে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপটি তল্লাশী করে পিকআপের ভিতর থাকা ২২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি সাথে ১টি পিক-আপ গাড়ী-রংপুর ন.১১-০৫৬৭।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২২৮ বোতল ফেনসিডিল, ১টি টাচ মোবাইল উদ্ধার করে, যাহার সিজার মূল্য- ১৩,০৬,৮০০/ টাকা।সিজার কার্যক্রম প্রক্রিয়াধীন। ঘটনার প্রেক্ষিতে ৩ জন পলাতক আসামীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজিবি। সন্ধায় টহল কমান্ডার নায়েব সুবেদার মো. শফিকুল ইসলাম মুঠোফোনে জনবাণীকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD