বান্দরবানে মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণ


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৫৫ অপরাহ্ন, ১৯শে মার্চ ২০২৫


বান্দরবানে মাদ্রাসা শিক্ষার্থীকে গণধর্ষণ
প্রতীকী ছবি

বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণির এক স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৪ মার্চ) ঐ দিন স্কুল ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানা যায়।

এ ঘটনায় অভিযুক্ত ৪ জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ। আটককৃতরা হলেন ১. মো. করিম(১৯), পিতা জামাল উদ্দিন, ২. মো.রাসেল (২১) পিতা নূর হোসেন, আব্দুল মুবিন (২০) পিতা,প্রকাশ লুদু মাঝি, মো. ইকবাল (২৪) পিতা আবুল ফায়েজ, সর্বসাং-মংচা পাড়া,২ নং ওয়ার্ড, ৩ নং আলীকদম ইউনিয়ন পরিষদ, উপজেলা আলীকদম,বান্দরবান পার্বত্য জেলা। 


আরও পুড়ন: বান্দরবানের থানচি থেকে উঠল ভ্রমণ নিষেধাজ্ঞা


মেয়ের খালাতো ভাই আবদুুল হামিদ জানান,আমার বোন  মাতামুহুরি নদীতে গোসল করে বাড়িতে আসার সময় ইভটিজিং ও পরে মুখ চেপে ধরে তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করে। পারিবারিকভাবে অসচ্ছল এই পিতৃহীন স্কুলছাত্রীকে ধর্ষণের পরে ভিডিও করে ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করতে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ উঠে। পরে ভুক্তভোগী আজকে মঙ্গলবার (১৯ মার্চ) থানায় অভিযোগ করে।


এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন বলেন,ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলা প্রক্রিয়াদিন।


এসডি/