আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে: হাদী


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:০৬ অপরাহ্ন, ২১শে মার্চ ২০২৫


আ.লীগকে নিয়ে নির্বাচন করলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে: হাদী
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবো না। আওয়ামী লীগ মানেই খুনি।


শুক্রবার (২১ মার্চ) বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। 


আরও পড়ুন: বিচারের পরে জনগণ ক্ষমা করলে রাজনীতি করতে পারবে আ.লীগ: রিজভী


এ সময় শরীফ ওসমান হাদী বলেন, দুই হাজারের অধিক শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেব না।


তিনি বলেন, এবার লীগকে সুযোগ দেওয়া হলে তারা অল্প কয়টা আসন নিয়ে বিরোধী দলে থেকে যাবে। আর তারা বিরোধী দলে থেকে কূটচাল করতেই থাকবে। তাদের কারণে বিএনপি ৩ বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না।


তিনি আরও বলেন, আওয়ামী লীগ ভারত আর ইসরায়েলকে সঙ্গে নিয়ে বিএনপিকে লাথি দিয়ে ক্ষমতা থেকে বের করে দেবে। তারপর দেশে আবার নারকীয় তাণ্ডব চালাবে। আহতদের কচুকাটা করবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়ব না।


আরও পড়ুন: ওয়ার্ড প্রশাসক নিয়োগ জাতীয় নির্বাচনে পেছানোর চক্রান্তের অংশ : ইশরাক


বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিচার চাই, আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর; ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে, গণহত্যার বিচার চাই, অবিলম্বে আওয়ামী লীগকে, নিষিদ্ধ করতে হবে; আওয়ামী লীগের বিষদাঁত, ভেঙে দাও গুড়িয়ে দাও; শহীদেরা দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাকসহ বিভিন্ন স্লোগান দেন।


এমএল/