ঠাকুরগাঁওয়ে ট্রেন দূর্ঘটনায় নিহত ১
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মানিক ইসলাম (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের কর্মবিরতি
বুধবার (২৬ মার্চ) দুপুর ১২ টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও এর রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত মানিক হোসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে করে রুহিয়া বাজারে যাচ্ছিলো। এসময় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস তাদের ধাক্কা দেয়। মটরসাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন।
আরও পড়ুন: ধর্ষণ, নিপীড়ণ ও নারী সহিংসতায় জড়িতদের শাস্তির দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
রুহিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম নাজমুল কাদের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এসডি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

বীরগঞ্জে তিন বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে ধর্ষক গ্রেফতার

ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগ করে নিতে পারে: নুসরাত সুলতানা

২৫ দিন পর যুবকের মরদেহ উদ্ধার, জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও

প্রেমের ফাঁদে ফেলে বন্ধুকে হত্যা, ২৫ লাখ টাকা দিয়েও জীবিত পাইনি পরিবার
