দুই ভাইয়ের ধর্ষণের শিকার গৃহবধূর চুল কেটে এলাকা ঘুরিয়ে নির্যাতন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বগুড়ায় দুই ভাইয়ের ধর্ষণের শিকার গৃহবধূকে (৩০) মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং নির্যাতনের শিকার গৃহবধূকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এর আগে ১৭ মার্চ জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কোমারপুর গ্রামে ওই গৃহবধূ ধর্ষণের শিকার হন। পরে ৬ এপ্রিল তিনি বাদি হয়ে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করলে একই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
ওই গৃহবধূ জানান, ‘নির্যাতনের শিকার হওয়ার পরও ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ নেমে আসে তার জীবনে। প্রতিবেশিরা নানা কটূক্তি করতে থাকে। এতে ক্ষিপ্ত হন তার স্বামী।’
গতকাল শুক্রবার (৮ এপ্রিল) রেগে গিয়ে স্বামী রফিকুল ইসলাম তার মাথার চুল কেটে এলাকায় ঘোরান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করে রফিকুলকে আটক করা হয়। এরপর ওই একদিন তিনি স্বামী রফিকুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ওই গৃহবধূ আরও জানান, ‘বিয়ের পর জানতে পারেন তার স্বামী একাধিক বিয়ে করেছিলেন এবং তিনি বদমেজাজি। ঘটনার দিন বেলা ১১টা দিকে তার প্রতিবেশি ভাতিজা দুলু ফকির অস্ত্রের ভয়ে দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর একই দিন বেলা আড়াটার দিকে দুলু ফকিরের ভাই হান্নান ফকিরও তাকে ধর্ষণ করেন।’
এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, ‘ভিকটিমের স্বামী রফিকুল ইসলাম জিজ্ঞাসাবাদে স্ত্রীর চুল কেটে দেওয়ার কথা স্বীকার করেছেন ৷ এরপরই তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এসএ/