মুরাদনগরে শ্রমিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাস ধর্মঘট
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:০৬ অপরাহ্ন, ২৬শে মার্চ ২০২৫

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শ্রমিকদের বিরুদ্ধে করা দুইটি মামলার প্রতিবাদে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ঘন্টা তারা কর্মবিরতি পালন করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলা প্রত্যাহার না হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ইদ্রিস আলী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাস চলাচলে টোকেন ব্যাবস্থা চালু করা হয়েছিল। কিন্তু সোমবার (২৪ মার্চ) রাতে নবীনগর রাস্তার মাথা থেকে কিছু ব্যক্তি টোকেন ছাড়াই বাস ছাড়তে চাইলে বাধা দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা শ্রমিকদের ওপর হামলা চালায় এবং উল্টো তারাই চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করে। ঘটনায় জড়িত না থাকলেও অনেক নিরপরাধ শ্রমিকসহ বিভিন্ন জনকে মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্রমিকরা মিথ্যা মামলা প্রত্যাহার ও বন্দীদের মুক্তি না দিলে গাড়ী চালানো থেকে বিরত থাকবে বলেছে। আমরা তাদের ন্যায্য দাবীর সাথে একমত পোষণ করেছি।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এতে যুবদল নেতা মাসুদ রানাকে প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অন্যদিকে, চাঁদাবাজি ও হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু ফয়সাল বাদী হয়ে শ্রমিক নেতা আবুল কালামসহ ৩০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উবায়দুল সিদ্দিকীর দাবি, শ্রমিকরা পথচারীদের জোর করে টোকেন কিনতে বাধ্য করছিলেন, যা চাঁদাবাজির শামিল। তিনি জানান, প্রতিবাদ করায় তার সহযোদ্ধাদের ওপর হামলা করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবুল কালামকে আটক করে।
সম্পূরক প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজিদ ও মামুনকে নিয়ে থানা ফটকে দাঁড়িয়ে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে ক্ষিপ্ত হয়ে পরেন প্রতিবেদকের উপর।
আরও পড়ুন: র্যাগিং ও ছাত্ররাজনীতি মুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়
যুবদল নেতা মাসুদ রানা দাবি করেন, শ্রমিক ও ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও থানায় হামলার কোনো ঘটনা ঘটেনি। জুলাই আন্দোলনের বিপ্লবী সমন্বয় মেহেদীর উপর উবাইদুল সহ বাকীরা ওসির রুমের বাহিরে আক্রমণ করলে আমরা তাকে রক্ষা করেছি।
ঈদ উপলক্ষে মুরাদনগর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারী যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। বাসস্ট্যান্ডে দেখা গেছে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা, অনেকে আবার ভিন্ন উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে তার ভাইকে দিয়ে আওয়ামী লীগ পুর্নবাসন করতে সকলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। মামলাবাজ আওয়ামী সরকারের পথে হেটে মামলা দিয়ে জনতার কাছে সত্য আড়াল করা যাবে না। থানায় দাড়িয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হুমকি দেখে সাধারণ জনতা শ্রমিকদের পক্ষ নিয়ে থানায় গিয়েছিল। প্রশাসন একতরফা কাজ করছে। না হলে ওসির রুমের সামনে ছাত্রলীগের ক্যাডাররা কীভাবে জুলাই যোদ্ধা মেহেদীর উপর আক্রমণ করে? কীভাবে হত্যার হুমকি দেয়? পুলিশ মানুষের আশ্রয়াস্থল, সেখানে থানায় দাঁড়িয়ে এধরণের ঘটনা মোটেই কাম্য নয় ৷ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসন জনগনের পাশে থাকবে।
এমএল/