মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রথমে কে মসজিদ কমিটির সভাপতি হবেন, তা নিয়ে দ্বন্দ্ব। এর জেরে পাশেই গড়ে ওঠে আরেকটি মসজিদ। একই এলাকায় দুই মসজিদে নামাজ আদায় করে দুই পক্ষ। তবে তাতেও যায়নি রেষারেষি। সবশেষ শুক্রবার (৯ এপ্রিল) রাজশাহীর চারঘাটে এ নিয়ে সংঘাতে মারাও যান একজন।
চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রামের একটি মসজিদের সভাপতি হওয়া নিয়েই দুই পক্ষের দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর চূড়ান্ত পরিণতিতে শুক্রবার সংঘর্ষে স্থানীয় খোকন আলী নিহত হন।
স্থানীয়রা জানায়, দ্বন্দ্ব থামাতে গিয়েছিলেন খোকন। এসময় একজন তার বুক বরাবর কোপ দেয়। এতেই মারা যান খোকন।
এলাকাবাসীর ভাষ্যমতে, বছরখানেক আগে থেকে মসজিদ কমিটির সভাপতি হওয়া নিয়ে স্থানীয় কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী পক্ষের দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে মুকুলের লোকজন আমবাগানে আরেকটি অস্থায়ী মসজিদ নির্মাণ করে। শুক্রবার দুই মসজিদে ইফতারের আয়োজন করে দুই পক্ষ। ইফতারের ঠিক আগে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। নিহত হন খোকন, আর আহত ৪ জন।
হত্যার ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ ১৮ জনকে গ্রেফতার করেছে। রাজশাহীর চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ইফতারের সময় সংঘর্ষের ঘটনাটি ন্যাক্কারজনক।
একই দিন পাবনার আটঘরিয়া উপজেলায় খামার কোদালিয়া গ্রামে মসজিদের কমিটি নিয়ে বিরোধের জেরে সংর্ঘষ হয়েছে। এতে আহত হয়েছেন ৮ জন।
এসএ/