Logo

বিদ্যুৎকর্মীর মৃত্যু, ডিপিডিসির দুর্নীতিবাজ তিন প্রকৌশলী বরখাস্ত

profile picture
জনবাণী ডেস্ক
১৯ এপ্রিল, ২০২৫, ২৩:১৮
61Shares
বিদ্যুৎকর্মীর মৃত্যু, ডিপিডিসির দুর্নীতিবাজ তিন প্রকৌশলী বরখাস্ত
ছবি: সংগৃহীত

বিদ্যুৎকর্মীর মৃত্যু, ডিপিডিসির দুর্নীতিবাজ তিন প্রকৌশলী বরখাস্ত

বিজ্ঞাপন

# প্রশাসন দপ্তরই বলতে পারবে

- কিউ এম শফিকুল ইসলাম নির্বাহী পরিচালক (অপারেশন), ডিপিডিসি 

বিজ্ঞাপন

রাজধানীর রামপুরায় বৈদ্যুতিক লাইনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই ঘটনায় নিয়োগ বাতিল করা হয়েছে মগবাজার ডিভিশনের বাৎসরিক ঠিকাদার কোম্পানি তামিম ইন্টারন্যাশনালের সুপারভাইজারের।

গত মঙ্গলবার দায়িত্ব অবহেলার অভিযোগে এনে ডিপিডিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (এইচ আর) নূর কামরুন নাহার স্বাক্ষরিত পৃথক তিনটি পরিপত্রের মাধ্যমে তিন কর্মকর্তার বরখাস্তের আদেশ জারি করা হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছির উদ্দিন (আইডি: ১১২৫৯), উপ-বিভাগীয় প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহে আলম (আইডি: ১১৪৮৩) ও সহকারী প্রকৌশলী শেখ আবেদ আলী (আইডি: ১১৪৩২)।

বিজ্ঞাপন

তিন কর্মকর্তাকেই ডিপিডিসি এমপ্লয়িজ সার্ভিস রুলস, ২০১৭-এর ৭.৬ ধারা অনুযায়ী সাময়িকভাবে বরখাস্ত করে নির্বাহী পরিচালক (প্রশাসন)-এর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাঁরা নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং নির্ধারিত দপ্তরে তাঁদের নিয়মিত উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া তাঁরা কোথাও যেতে পারবেন না।

বিজ্ঞাপন

এদিকে, অপর এক আদেশে মগবাজার ডিভিশনের বাৎসরিক ঠিকাদার কোম্পানি তামিম ইন্টারন্যাশনালের সুপারভাইজার আরিফ বিল্লাহর নিয়োগ বাতিল করেছে ডিপিডিসি কর্তৃপক্ষ।

গত ৯ এপ্রিল বিকালে  ১৫/১৫ পশ্চিম রামপুরা ঠিকানায় নতুন সার্ভিস তার সংযোগ প্রদানকালে এলটি লাইনে দুর্ঘটনাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান কামরান হোসেন। তিনি তামির ইন্টারন্যাশনালের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। এই মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগ ও ডিপিডিসি কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।

বিজ্ঞাপন

ডিপিডিসি এইচআর সূত্রে জানা যায়, ডিপিডিসি গঠিত তদন্ত কমিটি ওই দুর্ঘটনায় মগবাজার ডিভিশনের কোনো প্রকৌশলীকেই দায়ী করেনি। তবে তারা প্রতিবেদনে কিছু সুপারিশ সংযুক্ত করেছে। 

বিজ্ঞাপন

ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) কিউ এম শফিকুল ইসলাম বলেন, আমার তিন প্রকৌশলীকে কেন বরখাস্ত করা হলো, তা কেবল নির্বাহী পরিচালক (প্রশাসন) দপ্তরই বলতে পারবে। এ বিষয়ে জানতে নির্বাহী পরিচালক (প্রশাসন) সোনামনি চাকমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ডিপিডিসির দুই শীর্ষ প্রকৌশলী জানান, তিন প্রকৌশলী বরখাস্তের সিদ্ধান্ত সঠিক করেছেন বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাছির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী মাহে আলম আপরাধের শান্তি পেয়েছেন। তাদের ভুলে কারণে এই ঘটনা ঘটেছে। 

আরএক্স/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD