Logo

শ্রীনগরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

profile picture
জনবাণী ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৫, ২৪:৩৮
40Shares
শ্রীনগরে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের
ছবি: সংগৃহীত

অধিক ফলনের জন্য এবং পতিত জমিতেও ভালো ফলন হওয়ায় ভুট্টা চাষে ঝুকছেন কৃষকেরা।

বিজ্ঞাপন

শ্রীনগরে ভুট্টা চাষে স্থানীয় কৃষকের আগ্রহ বাড়ছে। কম খরচে অধিক ফলনের জন্য এবং পতিত জমিতেও ভালো ফলন হওয়ায় ভুট্টা চাষে ঝুকছেন কৃষকেরা।

বিজ্ঞাপন

উপজেলার আটপাড়া, বীরতারা, তন্তর এলাকায় জমিতে ভুট্টার মোচা ছাড়ছে আর আগাম রোপনকৃত কিছু জমিতে ভুট্টা  পরিপক্ক হচ্ছে যা কিছুদিন পরেই কৃষক ভুট্টা ঘরে তুলবেন। গো-খাদ্য, মুরগিসহ বিভিন্ন পশুপাখির খাদ্য তৈরিতে ভুট্টার নানা ব্যবহারে এ চাষে কদর বাড়ছে। প্রতি মণ আগাম ভুট্টার বর্তমান বাজারদর ১০৫০ থেকে ১১০০ টাকা। 

বিজ্ঞাপন

বীরতারার ভুট্টা চাষি আমির হোসেন জানান, কৃষি অফিসের পরামর্শে এ বছর তিনি রবি ও খরিপ মৌসুমের ভুট্টা চাষ করেছেন। আগাম ভুট্টার ফলন ভালো হয়েছে এবং দামও ভালো পেয়েছেন। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে বাকি ফসলেও লাভবান হবেন। এছাড়া সবুজ ঘাসের বিকল্প হিসেবে কাঁচা ভুট্টা গাছ থেকে তৈরি হচ্ছে স্যালাইস। ৫০ কেজি ওজনের প্রতি বস্তা স্যালাইস বিক্রি করা হয় সাড়ে ৬০০ থেকে ৬৫০ টাকা। স্যালাইস তৈরির জন্য উপজেলার ভাগ্যকুল এলাকার পদ্মার চরে শতশত বিঘা জমিতে ভুট্টা চাষ করা হচ্ছে।

সরেজমিন ঘুরে দেখা যায়, বীরতারা ও আটপাড়া এলাকায় বেশ কিছু জমিতে ভুট্টার চাষ হচ্ছে। এরই মধ্যে জমিতে ভুট্টার মোচা এসেছে। ধারনা করা হচ্ছে আগামী মাসে জমি থেকে এসব ভুট্টা তোলা হবে। কোন কোন জমিতে আলু উত্তোলনের পর কৃষক ভুট্টার আবাদ করছেন।

বিজ্ঞাপন

অপরদিকে ভাগ্যকুল ও বাঘড়া ইউনিয়নের পদ্মার চরে ব্যাপক ভুট্টার চাষ হচ্ছে। বীজ বপনের ৭৫ দিনের মধ্যে ভুট্টার মোচা আসার আগেই জমি থেকে গাছ তোলা হবে। পরে মেশিনে এসব তাজা ভুট্টাগাছ ছোট ছোট আকারে কেটে স্যালাইস তৈরি করে প্যাকেটজাত করা হবে। 

বিজ্ঞাপন

উপজেলা কৃষি অফিসার মহসিনা জাহান তোরন বলেন, দিনদিন ভুট্টা চাষে কৃষকের আগ্রহ বাড়ছে। রবি ও খরিপ মৌসুম মিলে উপজেলায়  ১১০ হেক্টর জমিতে ভুট্টার চাষ করা লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে  ১১৪৭ মেট্রিকটন। 

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD