Logo

বাংলাদেশের পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের

profile picture
জনবাণী ডেস্ক
২৫ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩
66Shares
বাংলাদেশের পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি কাতারের
ছবি: সংগৃহীত

বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও সমৃদ্ধ ভবিষ্যতের আহ্বান জানান

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশ পুনর্গঠনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠককালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দিতে একজন ঘনিষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন।

বিজ্ঞাপন

ড. ইউনূসের ধারাবাহিক নেতৃত্বের ওপর ভরসা রেখে শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসেম আল সানি বলেন, সংস্কার ও পুনর্গঠনের প্রক্রিয়া শেষে বাংলাদেশ আরও শক্তিশালী দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আমি বিশ্বাস করি।

বিজ্ঞাপন

এ সময় প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কূটনৈতিক, আর্থিক ও বিনিয়োগ সহযোগিতা চান। তিনি দেশের প্রায় ১৮ কোটি জনগণ, বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি ও সমৃদ্ধ ভবিষ্যতের আহ্বান জানান।

বিজ্ঞাপন

ড. ইউনূস বলেন, আমাদের তরুণদের স্বপ্নের দেশ গড়ে তুলতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়েও দুই সরকার প্রধানরে মধ্যে আলোচনায় হয়। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সম্মানজনকভাবে নিজ দেশে ফেরাতে সব ধরনের আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি। কাতারের প্রধানমন্ত্রীও বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও এ সংকটের টেকসই সমাধানে সহায়তার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD