মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও নির্মিত গৃহ হস্তান্তর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও নির্মিত গৃহ হস্তান্তর

মুজিববর্ষ উপলক্ষে রবিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশের ৬৫৯টি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জ জেলা পুলিশ লাইনে অনলাইন প্লাটফর্মে জেলা পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম, পিপিএম -এর নেতৃত্বে জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, সদস্য ও সুবিধা ভোগীরা অংশ গ্রহণ করেন। এছাড়াও গোপালগঞ্জ সদর থানা, মুকসুদপুর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানা ভার্চুয়ালি উক্ত অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।

জি আই/