পিরোজপুরে দুই কোটি টাকা মূল্যের তক্ষকসহ গ্রেপ্তার ১


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পিরোজপুরে দুই কোটি টাকা মূল্যের তক্ষকসহ গ্রেপ্তার ১

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় প্রায় ২ কোটি টাকা মূল্যের বিরল প্রজাতির ৪টি তক্ষকসহ উত্তম হালদার (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব।

রোববার (১০ এপ্রিল) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তমকে আটক করা হয়। আটক উত্তম হালদার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতেনাতে আটক করা হয়েছে। আটককৃত উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচার সাথে জড়িত। আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এসএ/