Logo

আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৫, ০২:২৩
65Shares
আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা
ছবি: সংগৃহীত

আবারও মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা

বিজ্ঞাপন

বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী ৬ বছরের ব্যবধানে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকে ড. আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে সিন্ডিকেট মুক্ত এবং কম খরচে শ্রমিক প্রেরণের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।

বিজ্ঞাপন

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিতুন ইসমাইলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় মালয়েশিয়ায় কর্মরত বিদেশি কর্মীদের, বিশেষ করে বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা, অবৈধ কর্মীদের বৈধকরণ এবং নতুন শ্রমিক প্রেরণের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

এদিকে মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওং ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষই শ্রমিকদের জন্য নিরাপদ, ন্যায্য এবং সম্মানজনক কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করতে কৌশলগত সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন।

বিজ্ঞাপন

স্টিভেন সিম বলেন, মালয়েশিয়ার মাদানি কাঠামোর মধ্যে ইহসান, কেডিলান এবং কেসেহাতানের মূল নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিদেশি কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণ এবং দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

এই বৈঠক বিশ্ব শ্রমবাজারে সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দুদেশের মধ্যে উন্মুক্ততা এবং সহযোগিতার মনোভাবের প্রতিফলন ঘটায়। এটি টেকসই উন্নয়ন এবং সর্বজনীন কল্যাণ নিশ্চিত করার এজেন্ডাকে সমর্থন করে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD