Logo

ডিবি হারুনের শ্বশুর-ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ মে, ২০২৫, ০৬:০৬
43Shares
ডিবি হারুনের শ্বশুর-ভাইয়ের ব্যাংক হিসাব জব্দ
ছবি: সংগৃহীত

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন

বিজ্ঞাপন

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০ তলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। 

পাশাপাশি তার নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে হারুনের ভাই এ বি এম শাহরিয়ারের দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞাপন

এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 

বিজ্ঞাপন

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি হারুন ও তার ভাই এ বি এম শাহরিয়ারের নামে থাকা ১৩০ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

ওই দিন তাদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। পাশাপাশি তিনটি কম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে। এর আগে গত ২৭ আগস্ট হারুন-অর-রশীদ ও তার স্ত্রী শিরিন আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

বিজ্ঞাপন

গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আলোচিত অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর-রশীদ ও তার ভাই এ বি এম শাহরিয়ারের আয়কর নথি জব্দের আদেশ দেন আদালত।

বিজ্ঞাপন

গত ১৭ ডিসেম্বর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে হারুন তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শাহরিয়ারের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। মামলাগুলো দুদক আইন ২০০৪-এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় করা হয়।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD