কাচা চামড়া রপ্তানির আদেশ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:১৩ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

ঢাকার সাভারে কাঁচা চামড়া এবং ওয়েড ব্লু চামড়া রপ্তানি বিষয় বাণিজ্যিক মন্ত্রণালয়ের আদেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য মানববন্ধনে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চামড়া শিল্প সংশ্লিষ্ট সকল সংগঠন সমূহ।
সোমবার (০২ জুন) সকালে (২রা জুন) সাভার চামড়া শিল্প নগরী বিএফএলএলএফইএ ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন ভাইস চেয়ারম্যান এম এ আউয়াল সহ কয়েক শত কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।
এর আগে তারা বিভিন্ন দাবিদাওয়ার ব্যানার লাগিয়ে সাভার চামড়া শিল্প নগরীতে মানববন্ধন করেছেন। পরে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলন করেন।
এসময় তারা বলেন, কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে ট্যানারী শিল্প মালিকদের চামড়া শিল্প নগরীতে ক্রাস্ট ও ফিনিশড চামড়া উৎপাদনে ট্যানারী মালিকদের ১০ হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ ক্ষতিগ্রস্থ হবে, পরিবেশ দূষণ বাড়বে, ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে, ট্যানারির মেশিনারিজ, কেমিক্যালস্ আমদানি ও চলতি ব্যবসায়ে বিনিয়োগ ক্ষতিগ্রস্থ হবে, কাঁচা চামড়ার অভাবে উৎপাদন বন্ধ থাকার কারণে মেশিনারিজ নষ্ট হয়ে যাবে, মূল্য সংযোজনের পরিমাণ কমে যাবে, লেদার সেক্টরের মোট রপ্তানী আয় ৩০% থেকে ৪০% কম হবে এবং যার ফলশ্রুতিতে ট্যানারী সেক্টরে নিয়োজিত হাজার-হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা বেকার হয়ে পড়বে।
এছাড়া তারা আরো বলেন, মূল্য সংযোজনের সুযোগ ফুটওয়্যার ও চামড়াজাত পণ্যে বেশি। ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে চামড়ার অভাবে ফুটওয়্যার ও চামড়াজাত পণ্য, রপ্তানিকারক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হবে। কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানি করলে সম্ভাবনাময় চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে অপূরণীয় ক্ষতি হবে।
ঈদুল আযহা-২০২৫ সমাগত যখন বাৎসরিক যোগানের অর্ধেকেরেও বেশি কাঁচা চামড়া সংগৃহিত হবে এমন সময় কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির বিষয়টি সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। চামড়া শিল্পের সামগ্রিক স্বার্থে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি বাতিল করা জরুরী।
এসডি/