কমলনগরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:০২ পিএম, ১৫ই জুন ২০২৫

মোঃ হেলাল পালোয়ান: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নদীতে পড়ে জুনাইদ (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শিশুটি উপজেলার ৫ নম্বর চর ফলকন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাধু হাওলাদার বাড়ির হানিফ হাওলাদারের ছেলে।
পরিবারের সূত্রে জানা যায়, শনিবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে বাড়ির সামনের সমবয়সী বন্ধুদের সঙ্গে পাথর নিয়ে খেলছিল জুনাইদ। একপর্যায়ে খেলার পাথর ফুরিয়ে গেলে সে দৌড়ে যায় নদীর পাড়ে। এ সময় নদীর পাশে থাকা একটি ব্লকের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। পরে পানিতে পড়ে যায় সে। মাথায় আঘাতের কারণে নদীর পানিতে পড়ে ডুবে যায় জুনাইদ।
শিশুটির ভগ্নিপতি জানান, প্রতিদিনের মতো দুপুরে খাবার খেয়ে সে খেলতে যায়। মাগরিবের আজানের পর জুনাইদকে না দেখে পরিবার ও প্রতিবেশীরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে এলাকায় মাইকিং করা হয়।
এদিকে সকাল ৮টার দিকে এক ব্যক্তি নদীর পাড়ে ঘুরতে এসে একটি মরদেহ দেখতে পান। খবর দিলে স্থানীয়রা ছুটে এসে শনাক্ত করেন—এটাই নিখোঁজ জুনাইদের মরদেহ। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরএক্স/