সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষনা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৪ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার (২৯ জুন) বিকালে পৌরসভার হলরুমে ৬২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৩৯০ প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, আমরা আশা করছি আগামী অর্থ বছরে ৬২ কোটি টাকার বাজেট দিতে পারব। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ২৫ কোটি টাকা, আর সরকার থেকে উন্নয়ন ব্যয় হিসাবে আমরা পাবো ৩৭ কোটি টাকা। এ সময় রাজস্ব হিসাবে সর্বমোট ব্যয় ১৯ কোটি টাকা ও সরকার থেকে প্রাপ্ত ৩৭ কোটি টাকার পুরোটাই উন্নয়ন কাজে ব্যয় হবে। সর্বমোট রাজস্ব উদ্বৃত থাকবে বাকি ৫ কোটি টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, নির্বাহী প্রকোশলী কালী কৃষ্ণ পাল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল করিম প্রমুখ।
এসডি/