একদিনে রেকর্ড ৪২৯ জনের ডেঙ্গু শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ৩০শে জুন ২০২৫

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে। শুধুমাত্র বরিশালেই ১৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
অন্যান্য বিভাগের মধ্যে: চট্টগ্রাম বিভাগে: ৫৭ জন, ঢাকা বিভাগ (সিটি কর্পোরেশনের বাইরে): ৬১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন: ৪৫ জন, খুলনা বিভাগে: ২১ জন, রাজশাহী বিভাগে: ৫৪ জন, স্বস্তির বিষয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০,২৯৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের।
অন্যদিকে, একদিনে হাসপাতাল থেকে ৩৫৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত মোট ৯,০৮৭ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, বৃষ্টির মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই নাগরিকদের প্রতি মশার বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
জমে থাকা পানি পরিষ্কার রাখা যেমন, ফুলের টব, টায়ার, ডাবের খোসা, এয়ার কুলারের পানি নিয়মিত ফেলা
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগই হতে পারে এই পরিস্থিতি মোকাবেলার একমাত্র উপায়।
আরএক্স/